নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক: রাসিক মেয়র লিটন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ পিএম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, যারা বলে ৭ তারিখের আগে সরকারের পতন হবে, তারা এই কথা গত ৭ বছর ধরে বলে আসছে। কিন্তু সরকারের পতন ঘটেনি। আরব দেশের একটা প্রবাদ আছে, কুকুরগুলো ঘেউ ঘেউ করে, উটের কাফেলা এগিয়ে যায়। আমাদের কাফেলা, নৌকার কাফেলা সামনে এগিয়ে যাচ্ছে। আমরা সামনে এগিয়ে যাব, মানুষের কল্যাণ করব।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আসাদুজ্জামান আসাদকে বিজয়ী করার লক্ষ্যে কাটাখালি পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে শুক্রবার বিকালে কাটাখালির মাসকাটাদিঘী স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাসিক মেয়র লিটন আরও বলেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এই উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাবে। দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না।
সভার প্রধান বক্তা আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আসাদুজ্জামান আসাদ ছিলেন।
কাটাখালি পৌরসভার সাবেক মেয়র ও কাটাখালি পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্বাস আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন-রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, কাটাখালি পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল খালেক প্রমুখ।