চাটমোহরে জোর করে বিয়ে দেওয়ায় ছাত্রীর আত্মহত্যা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:০২ পিএম
![চাটমোহরে জোর করে বিয়ে দেওয়ায় ছাত্রীর আত্মহত্যা](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/12/29/image-757027-1703869369.jpg)
পাবনার চাটমোহরে রোজ করে বিয়ে দেওয়ায় গলায় ফাঁস নিয়ে মিম খাতুন নামের নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে হরিপুর ইউনিয়নের মোস্তালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মনিরুজ্জামান মনিরের মেয়ে ও কাটাখালি দাখিল মাদ্রাসার ছাত্রী। খবর পেয়ে ওই স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সপ্তাখানেক আগে শুক্রবার পাবনা সদর উপজেলার দিলালপুর গ্রামের আব্দুল মোমিন নামের যুবকের সঙ্গে জোরপূর্বক মিমের বিয়ে দেয় তার পরিবার। বিয়ের পর বৃহস্পতিবার বিকালে বাবার বাড়িতে বেড়াতে আসে সে। সন্ধ্যার পর শোয়ার ঘরে ঘুমাতে যায় এবং বিরক্ত করতে বারণ করে মিম।
কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে গভীর রাতে দরজা ভেঙে মিমকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে স্বজনরা। ঘটনার ব্যাপারে চাটমোহর থানার ওসি সেলিম রেজা জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।