Logo
Logo
×

সারাদেশ

দুবলার চরের ৬ জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Icon

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৫ পিএম

দুবলার চরের ৬ জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

দুবলারচরের ৬ জেলেকে একটি ট্রলারসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে। বুধবার বেলা ২টার দিকে পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়ার কাছে সাগরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। 

দুবলার আলোরকোল থেকে ওই জেলেদের মহাজন বাগেরহাটের রামপালের ইসলামাবাদ গ্রামের আব্দুল হাই শেখ মোবাইল ফোনে জানান, তার ৬ জন জেলে পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়ীয়ার কাছে সাগরে মাছ ধরছিল। এ সময় বিএসএফ স্পিড বোটে করে এসে তার ছয়জন জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে ভারতীয় সীমানায় চলে যায় বলে সাগর থেকে ফিরে আসা প্রত্যক্ষদর্শী অন্য জেলেরা তাকে জানিয়েছে। 

ধরে নিয়ে যাওয়া জেলেরা হচ্ছে-ট্রলার মাঝি ইলিয়াস, ইছা, আবুল, মানিক, রাসেল ও রাজু। এদের সবার বাড়ি  বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় বলে মহাজন আব্দুল হাই শেখ জানান।

বাংলাদেশ কোস্টগার্ড আলোরকোল কন্টিনজেন্টের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, জেলে ধরে নেওয়ার ঘটনাটি আলোরকোলের জেলেরা তাদের জানিয়েছে। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম