Logo
Logo
×

সারাদেশ

স্বতন্ত্র প্রার্থী ঠাণ্ডু কাফনের কাপড় মাথায় বেঁধে প্রচারে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৭ এএম

স্বতন্ত্র প্রার্থী ঠাণ্ডু কাফনের কাপড় মাথায় বেঁধে প্রচারে

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের গোপালপুরে কাফনের কাপড় মাথায় বেঁধে প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠাণ্ডু।

উপজেলা পরিষদের তিনবারের চেয়ারম্যান ঠাণ্ডু টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে ঈগল প্রতীক নিয়ে নৌকার প্রার্থী তানভীর হাসান ছোট মনির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন। 

বুধবার বিকালে উপজেলার ঝাওয়াইল বাজারে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার চালান তিনি।  এ সময় তার ও কর্মীদের মাথায় কাফনের কাপড় বাঁধা থাকতে দেখা যায়।

স্বতন্ত্র প্রার্থী ঠাণ্ডু বলেন, ‘নির্বাচনি মাঠে নেতাকর্মী ও সমর্থকরা কাজ করতে পারছেন না। নৌকার সমর্থক ও কর্মীরা পোস্টার ছিঁড়ে ফেলছে, ভয়-ভীতি দেখাচ্ছে ও অফিস ভেঙে ফেলছে।
এ ছাড়া প্রচারের সময় কাজে বিভিন্ন সময়ে আক্রমণ করা হচ্ছে। এই আসনে ভোট রক্ষা করতে কাফনের কাপড় মাথায় বেঁধে প্রচারে নেমেছি। এতে আমার মৃত্যু হয় হবে, কাফনের কাপড় মাথায় নিয়েই প্রচার শুরু করলাম।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন বাধা-বিপত্তির শিকার হয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে বারবার অভিযোগ দিয়ে যাচ্ছি। সব ভোটারদের কেন্দ্রে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগের পরিবেশ তৈরি করার জন্য নির্বাচন কমিশনারসহ সবাইকে অনুরোধ জানাই।’

অভিযোগের ব্যাপারে জানতে নৌকার প্রার্থী তানভীর হাসান ছোট মনিরকে রাতে একাধিকবার মোবাইলে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। 

প্রচারের সময় তার সঙ্গে ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম তালুকদার, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান তালুকদার, যুবলীগের সভাপতি ফিরোজ সরকার, কৃষক লীগের সভাপতি হবিবুর রহমান উপস্থিত ছিলেন।

ইউনুছ ইসলাম তালুকদার ঠাণ্ডু উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম