মমতাজের খিচুড়ি গেল এতিমখানা ও মাদ্রাসায়, জরিমানা
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ ও সিংগাইর প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৩২ এএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন (মানিকগঞ্জ -২) উপলক্ষে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নৌকা প্রতীকের প্রচারণা সভায় কর্মী-সমর্থকদের জন্য বাবুল হোসেন ভুট্টু (৫৪) খিচুড়ির আয়োজন করেন। আচরণবিধি লঙ্ঘন করায় ৮০০ প্যাকেট খিচুড়ি জব্দ ও অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মমতাজের নির্বাচনি খাবার সরবরাহকারী ভুট্টু। তিনি আঙ্গারীয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন আদালত।
বধুবার রাত ৭টার দিকে পৌরসভা ৬ নং ওয়ার্ডে আঙ্গারিয়া বেপারি পাড়া মহল্লায় ভুট্টুর বাড়িতে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম খান ও সিংগাইর থানা পুলিশ উপপরিদর্শক মো.শরিফুল ইসলাম প্রমুখ।
মামুনুর রশিদ জানান, টহল দেওয়ার সময় বিষয়টি নজরে আসে। পরে জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়ায় আচরণবিধি লঙ্ঘনে ১০(চ) ও ১৮/১ ধারায় ৮০০ প্যাকেট খিচুড়ি জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত খিচুড়ির প্যাকেটগুলি মাদ্রাসা ও এতিমখানায় দেওয়া হয়েছে।