Logo
Logo
×

সারাদেশ

পাইকগাছায় বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৪৪ এএম

পাইকগাছায় বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা

খুলনার পাইকগাছায় পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার চেষ্টা করা হয়েছে। উপজেলার দক্ষিণ সলুয়া-রামনাথপুরে পল্লী বিদ্যুতের পাইকগাছা উপকেন্দ্র-১ এ বুধবার ভোর ৬টার দিকে একটি পাওয়ার ট্রান্সফর্মারে ধোঁয়া দেখে কেন্দ্রের লাইন্সম্যান সিদ্দিকুর রহমান ও সিকিউরিটি ম্যান অশোক কুমার সাহা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ কারণে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তারা।

পল্লী বিদ্যুতের পাইকগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সিদ্দিকুর রহমান তালুকদার, এজিএম রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান সহকারী সিনিয়র পুলিশ সুপার (ডি সার্কেল) সাইফুল ইসলাম, পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডিজিএম জানান, দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেছিল। দ্রুত লাইন বন্ধ করে দেওয়ায় সেটা আর হয়নি। আমরা আবার বিদ্যুৎ লাইন চালু করে দিয়েছি। কুয়াশার কারণে কাউকে দেখতে পায়নি দায়িত্বরতরা। পাইকগাছা থানার ওসি বলেন, বিদ্যুৎকেন্দ্রে নাশকতার চেষ্টা করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম