আদালতে হাজির হয়ে শোকজের ব্যাখ্যা দিলেন শাজাহান খানের ছেলে
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ১১:১০ পিএম
![আদালতে হাজির হয়ে শোকজের ব্যাখ্যা দিলেন শাজাহান খানের ছেলে](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/12/24/image-755083-1703437818.jpg)
আদালতে সশরীরে উপস্থিত হয়ে শোকজের ব্যাখ্যা দিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ (রাজৈর-সদর একাংশ) আসনের সংসদ সদস্য শাজাহান খানের বড় ছেলে ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসিবুর রহমান খান।
জেলার তিনটি আসনে নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো. শরিফুল হকের আদালতে রোববার বেলা ১১টার দিকে তিনি হাজির হন।
এ সময় উপস্থিত ছিলেন- শাজাহান খানের ভাই জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবাইদুর রহমান খান। এর আগে শুক্রবার আসিবুর রহমান খানের কাছে আদালত থেকে শোকজের নোটিশ পাঠানো হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার মোহাম্মদ আনোয়ার হোসেন।
জানা গেছে, সোমবার রাতে সদর উপজেলার খোয়াজপুরের টেকেরহাটে নির্বাচনি প্রচারে যান শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খান। এলাকাটি মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদর একাংশ) আসনের মধ্যে পড়েছে। ওই আসনের নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপের পক্ষে নৌকায় ভোট চাইতে গিয়ে আসিবুর রহমান খান ‘নৌকার বাইরে গিয়ে কেউ কোনো কথা বললে তার গলা নামিয়ে দেওয়া হবে’- এমন বক্তব্য দেন। আসিবুর রহমান খানের ২ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়।