Logo
Logo
×

সারাদেশ

নৌকা ছেড়ে মেজর আখতারের ট্রাকে উঠতে যাচ্ছেন নূর মোহাম্মদ?

Icon

এটিএম নিজাম, কিশোরগঞ্জ 

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪ পিএম

নৌকা ছেড়ে মেজর আখতারের ট্রাকে উঠতে যাচ্ছেন নূর মোহাম্মদ?

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ডামাডোল শুরুর পর ভোটের মাঠের হিসাব এবং নানা সমীকরণ দৃশ্যমান হচ্ছে। এই সমীকরণে এবার দেখা গেল নৌকা ছেড়ে বিএনপির বহুল আলোচিত বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ট্রাকে উঠছেন দলীয় মনোনয়নবঞ্চিত বর্তমান এমপি সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

এমন ঘটনার কথা স্বীকার করেছেন এবার নৌকার প্রার্থী সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল কাহহার আকন্দ ও ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী দশম সংসদের এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন। বর্তমান এমপি নূর মোহাম্মদও ইতোমধ্যে গণমাধ্যমকে এমন ইঙ্গিত দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে শনিবার সন্ধ্যায় নিজ বাসভবনে মিলিত হচ্ছেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেনÑআওয়ামী লীগ প্রার্থী আবদুল কাহহার আকন্দ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) টেলিভিশন প্রতীকের প্রার্থী বিল্লাল হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকের প্রার্থী আলেয়া, গণফ্রন্টের মাছ প্রতীকের প্রার্থী মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম এবং স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী মেজর অব. আখতারুজ্জামান রঞ্জন ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি সোহরাব উদ্দিন। তবে তাদের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহহার আকন্দ এবং ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সোহরাব উদ্দিন ও ট্রাক প্রতীকের বিএনপির বহিষ্কৃত নেতা আখতারুজ্জামান রঞ্জনের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে। মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন নির্বাচনি প্রচারণা ও সমাবেশে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন। তার প্রচারণা পোস্টারেও এমনটি লেখা রয়েছে। 

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে নৌকা প্রতীকে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে বর্তমান এমপি সাবেক আইজিপি নূর মোহাম্মদ এবারও দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন জোটে এক সময়ের পুলিশ কর্মকর্তা আবদুল কাহহার আকন্দের ভাগ্যে।
এ ব্যাপারে কথা হলে নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাহহার আকন্দ ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি সোহরাব উদ্দিন বর্তমান এমপি নূর মোহাম্মদের এমন তৎপরতার কথা স্বীকার করেছেন। 

অবশ্য যোগাযোগ করা হলে এমপি নূর মোহাম্মদ যুগান্তরকে বলেন, শনিবার রাতে তিনি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মতবিনিময় করে সিদ্ধান্ত নেবেন। আর সে সিদ্ধান্ত স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামানের পক্ষে যেতে পারে। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম