ধানখেতে কীটনাশক, প্রাণ গেল অর্ধশতাধিক পাখির
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:২৫ পিএম
বান্দরবানের আলীকদমে ধানখেতে দেওয়া কীটনাশকে শুক্রবার অর্ধশতাধিক পাখির মৃত্যু হয়েছে। বনবিভাগ ও স্থানীয়দের তথ্যমতে, আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়নের পাট্টাখাইয়া গ্রামে বাসিন্দা ঞোমং হেডম্যানের ধানখেতে কীটনাশকযুক্ত পোকামাকড় খেয়ে অর্ধশতাধিক পাখি মারা যায়। খেতের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে মরা পাখিগুলো।
স্থানীয় কবি এমডি জিয়াবুল বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও ইকো সিস্টেমকে বাঁচিয়ে রাখর্তে পাখির প্রতি যত্মবান হওয়া জরুরি। পাখি বিশ্ব প্রকৃতির সম্পদ। পাখি বাঁচাতে সরকারের কঠোর পদক্ষেপ নিতে হবে। বন বিভাগের আলীকদম তৈন রেঞ্জ কর্মকর্তা জুলফিকার আলী জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী পাখি শিকার, হত্যা, আটক ও ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।