Logo
Logo
×

সারাদেশ

ভোটাধিকার প্রয়োগে কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা: ইসি রাশেদা সুলতানা

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ১১:২২ পিএম

ভোটাধিকার প্রয়োগে কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা: ইসি রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ভোট নিয়ে মানুষের অনীহা দূর করে তাদের ভোটকেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। আর ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার দায়িত্ব আমাদের (ইসি)। তিনি বলেন, ভোটারদের আশ্বস্ত করতে চাই আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসবেন এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। কেউ হুমকি বা বাধা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার দুপুরে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রিসাইডিং অফিসার, প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন কমিশনার রাশেদ সুলতানা। ভোটে সাংবাদিকদের বাধা-হুমকি ও নিরাপত্তা নিয়ে তিনি বলেন, আগে আপনাদের (সাংবাদিক) নিরাপত্তার বিষয়ে কিছুই বলা ছিল না। আমরা কিন্তু আইন সংশোধন করেছি। আর বলেছি যদি আপনাদের কেউ ভয়ভীতি দেখায়, হুমকি দেয়, আপনাদের সরঞ্জাম যদি কেউ কেড়ে নেয় তাহলে এটাও অপরাধের মধ্যে আসবে এবং শাস্তি পাবে। পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেলোয়ার হোসেন, রাজশাহী বিভাগীয় উপ-মহাপুলিশ কমিশনার আনিসুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুনসী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম