Logo
Logo
×

সারাদেশ

সান্তাহার রেলওয়ে থানায় সাংবাদিক লাঞ্ছিত

Icon

বগুড়া ব্যুরো 

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ১০:৫৯ পিএম

সান্তাহার রেলওয়ে থানায় সাংবাদিক লাঞ্ছিত

বগুড়ার সান্তাহার রেলওয়ে থানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কনস্টেবলের হাতে যমুনা টেলিভিশনের নওগাঁর সিনিয়র রিপোর্টার শফিক ছোটন ‘লাঞ্ছিত’ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালের এ ঘটনায় থানার কনস্টেবল নুরুল ইসলামকে রেলের পাকশী পুলিশ লাইন্সে ক্লোজ্ড করা হয়েছে। এছাড়া তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। থানার ওসি মোক্তার হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

সাংবাদিক শফিক ছোটন ও অন্যরা জানান, সম্প্রতি জয়পুরহাট ও পাঁচবিবি স্টেশনে দুটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা হয়। শুক্রবার সকালে পুলিশ জয়পুরহাট ও আক্কেলপুরে অভিযান চালিয়ে এজাহার নামীয় তিন আসামি যুবদল ও ছাত্রদল নেতা তাইজুল ইসলাম, অপু ও মোমিনকে গ্রেফতার করে। বেলা ১১টায় যমুনা টিভির নওগাঁর সিনিয়র রিপোর্টার ছবি ও তথ্য সংগ্রহে সান্তাহার রেলওয়ে থানায় যান। প্রধান ফটকের ছবি তোলার সময় সাদা পোশাকে কনস্টেবল নুরুল ইসলাম বাধা দেন ও সাংবাদিককে থানায় নিয়ে যান। সেখানে দুই সহকর্মীসহ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা প্রতিবাদ জানালে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন দুঃখ প্রকাশ করেন। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার পাকশী রেলওয়ে সার্কেল ফিরোজ আহমেদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া নুরুল ইসলামকে পাকশী পুলিশ লাইন্সে ক্লোজ্ড করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম