Logo
Logo
×

সারাদেশ

বিজয়নগরে স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

Icon

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০১:৩৫ এএম

বিজয়নগরে স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

দ্বাদশ জাতীয় নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ফিরোজুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার আউলিয়াবাজার এলাকায় দুপুর ৩টার দিকে নৌকা প্রতীকের ঝুলন্ত পোস্টার কাঁচি মার্কার প্রার্থীর গাড়িবহর যাওয়ার সময় একটি পিকআপে লেগে ছিঁড়ার অপরাধে এ জরিমানা করা হয়েছে। 

বিজয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি মনিটরিং পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খান শাওন এ জরিমানা করেন।

তিনি জানান, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুসারে আউলিয়াবাজার এলাকায় নৌকা প্রতীকের ঝুলন্ত পোস্টার কাঁচি মার্কার সমর্থকের একটি পিকআপ গাড়ি থেকে ক্ষতিসাধন করার অপরাধে সংশ্লিষ্ট গাড়ির কাঁচি মার্কার সমর্থককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিজয়নগর উপজেলার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম