বিজয় দিবস উপলক্ষে টঙ্গীতে যুগান্তর স্বজন সমাবেশের অনুষ্ঠান
টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪৮ পিএম
গাজীপুরের টঙ্গীতে যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শুচি পাঠচক্র ও পাঠাগারের কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলির সভাপতিত্বে ও সাবেক কেন্দ্রীয় স্বজনের পাঠচক্র বিষয়ক সম্পাদক শাহজাহান শোভনের সঞ্চালনায় আলোচনা করেন শ্রমিক নেতা ও শিক্ষক আ স ম জাকারিয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গী শাখার সাবেক সভাপতি নিজাম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন আজিজ টিপু, মনিরুল ইসলাম রাজিব, সাদেক হোসেন থান, আতিক মুসাফির, এসএ জাকিরা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ৫২ বছর পার হলেও আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য রাষ্ট্রকে আরও আন্তরিক হতে হবে। সাধারণ মানুষের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তি হলেই স্বাধীনতার সুফল প্রতিষ্ঠা হবে।
এর আগে বিজয় দিবস উপলক্ষে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজে আনন্দ শোভাযাত্রা, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা ওসমান আলী, শিক্ষক আব্বাস আলী, মোহাম্মদ শাহীন, আলতাফ হোসেন, হাবিবুর রহমান, আশরাফ আলী প্রমুখ। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।