Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে প্রার্থিতা প্রত্যাহার করলেন দিলীপ বড়ুয়া ও সৈয়দ ইবরাহিম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৬:২০ পিএম

চট্টগ্রামে প্রার্থিতা প্রত্যাহার করলেন দিলীপ বড়ুয়া ও সৈয়দ ইবরাহিম

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দল সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া প্রার্থিতা প্রত্যাহার করেছেন। 

অন্যদিকে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

রোববার চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে দিলীপ বড়ুয়ার পক্ষে প্রত্যাহারপত্র জমা দেন মীরসরাই উপজেলা সাম্যবাদী দলের যুগ্ম আহবায়ক রনজিৎ বড়ুয়া।

তিনি সাংবাদিকদের জানান, চট্টগ্রাম-১ আসনে নৌকার প্রার্থী মাহাবুব রহমান রুহেলকে সমর্থন জানাতেই তাদের এ সিদ্ধান্ত। নির্বাচন থেকে সরে দাঁড়ালেও নৌকাকে জয়ী করতে কাজ করবেন তারা।

একই দিন চটগ্রাম-৫ (হাটহাজারী) আসন থেকে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইবরাহিমের পক্ষেও প্রার্থিতা প্রত্যাহারের পত্র জমা দেওয়া হয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এ আসনে মিত্র দল জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ। 

তবে সৈয়দ ইবরাহিম কক্সবাজার-১ আসনেও প্রার্থী হয়েছেন। ওই আসন থেকে তিনি ভোট করবেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম