Logo
Logo
×

সারাদেশ

হেঁটে হজযাত্রায় টেকনাফের শিক্ষক জামিল

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:৩৫ পিএম

হেঁটে হজযাত্রায় টেকনাফের শিক্ষক জামিল

সৌদি আরবে হজ করতে হেঁটে রওয়ানা দিয়েছেন কক্সবাজার টেকনাফের মোহাম্মদ জামিল (৪৮)। শনিবার সকালে টেকনাফের জিরো পয়েন্ট থেকে টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া পাড়ার বাসিন্দা ও টেকনাফ আইডিয়াল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক জামিল এ যাত্রা শুরু করেন।

৩নং ওয়ার্ডের কাউন্সিলর এহতেশামুল হক বাহাদুর জানান, জামিলের হজে যাওয়ার জন্য টেকনাফ পৌরসভা থেকে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দেওয়া হয়েছে।

এলাকাবাসী জানান, ছোটবেলা থেকে তাহার স্বপ্ন ছিল হেঁটে হজ করবেন। সেজন্য তিনি কয়েক বছর ধরে প্রস্তুতি হিসাবে দৈনিক ১২-১৫ কিলোমিটার হাঁটাহাঁটি করতেন।

স্বজনরা জানিয়েছেন, জামিল ঢাকা থেকে যশোরের বেনাপোল হয়ে প্রথমে ভারতে পৌঁছাবেন। পরে পাকিস্তান, ইরাক, ইরান, কুয়েত হয়ে তিনি সৌদি আরবে ঢুকবেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম