Logo
Logo
×

সারাদেশ

ইন্দুরকানীকে শান্তির জনপথ গড়তে চাই: শম রেজাউল করিম

Icon

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম

ইন্দুরকানীকে শান্তির জনপথ গড়তে চাই: শম রেজাউল করিম

ইন্দুরকানীতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম। এ সময় তিনি বলেন, ইন্দুরকানীকে শান্তির জনপথ হিসেবে গড়তে চাই। বিগত জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এই এলাকায় যেভাবে শান্তি বজায় রেখে কাজ করেছেন তার ধারাবাহিকতা রক্ষা করতে চাই। বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে এদেশ স্বাধীন করেছে। সেই স্বাধীনতা রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

উপজেলা জাতীয় পার্টি-জেপি’র কার্যালয় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক মৃধা মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তাব্য দেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন নবীন, আবু হানিফ বাঙালি, পিরোজপুর জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, রুহুল আমীন বাঘা, জেলা আওয়ামী লীগ নেতা তৌহিল ইসলাম হিরণ, উপজেলা যুবলীগের সভাপতি মো. আ. রাজ্জাক মাতুব্বর, সম্পাদক শাহীন গাজী, আওয়ামী লীগ নেতা মোবারক আলী হাওলাদার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম