Logo
Logo
×

সারাদেশ

মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক জাগরণ অগ্রগণ্য

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০১:৩৩ এএম

মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক জাগরণ অগ্রগণ্য

সিলেটে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠান শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শুরু হয়েছে। অনুষ্ঠান শুভ সূচনা হয় শিশু কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমাদের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের ইতিহাস রয়েছে,যার নেতৃত্বে এই ইতিহাস সৃষ্টি হয়েছে তিনি আমাদের জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের তিনি একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বহু রক্তের বিনিময়ে এই অর্জনে প্রাণ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধার, সম্ভ্রম হারিয়েছেন আমাদের মা-বোনেরা, তিনি এই অর্জনকে ধরে রাখতে সাংস্কৃতিক কর্মীদের অবদানকে সম্মান জানান। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মের স্মার্ট বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক জাগরণে সম্মিলিত নাট্য পরিষদসহ সর্বস্তরের সংস্কৃতিকর্মী দের প্রতি অনুরোধ জানান।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, নাট্য পরিষদের প্রাক্তন সভাপতি বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, নাট্যজন উত্তম সিংহ রতন, নাট্যজন খোয়াজ রহিম সবুজ, নাট্যপরিষদের সহসভাপতি জয়শ্রী দেব জয়া,যুগ্ম সাধারণ সম্পাদক একলাছ আহমদ তন্ময়সহ সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

সম্মিলিত নাট্য পরিষদের দুইদিনব্যাপী বিজয় উৎসবের প্রথম দিনের আয়োজনে অংশগ্রহণ করে গ্রিন ডিজেবল ফাউন্ডেশন, ছন্দ নৃত্যালয়, পাঠশালা, থিয়েটার মুরারীচাঁদ, চারুবাক, মুরারীচাঁদ কবিতা পরিষদ, খেলাঘর সিলেট, সিতিকণ্ঠ নৃত্যাঙ্গন, নৃত্যরথ, উদীচী সিলেট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, চিরন্তন, কথাকলি সিলেট, প্রতিবেশী নাট্যগোষ্ঠী, থিয়েটার বাংলা সিলেট, সূবর্ণযাত্রা, মোহনা সাংস্কৃতিক সংগঠন, এমসি কলেজ।

১৬ ডিসেম্বর শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও রক্তদান কর্মসূচি হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম