Logo
Logo
×

সারাদেশ

চলাচলের উপযোগী ময়মনসিংহ-ঢাকা রেলপথ, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বগি-ইঞ্জিন

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:১২ পিএম

চলাচলের উপযোগী ময়মনসিংহ-ঢাকা রেলপথ, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বগি-ইঞ্জিন

গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন ও রাজেন্দ্রপুর রেলস্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। ময়মনসিংহ-ঢাকা রেল সড়কের ৬০০ ফুট রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, পরে রেল কর্তৃপক্ষ রেললাইন মেরামত করে ট্রেন চলাচলের উপযোগী করেছে। তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বগি ও ইঞ্জিন রেল সড়কের দুপাশে পড়ে রয়েছে।

বুধবার রাত সাড়ে ৭টায় তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সফিকুর রহমান। প্রায় ১৪ ঘণ্টা পর জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক ট্রেন চলাচলের জন্য উপযোগী হলো।

তিনি বলেন, দুর্ঘটনায় শুধু রেল লাইনের বগি-ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হয়নি। ইঞ্জিন-বগির পাশাপাশি ৬শ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১শ স্লিপার পুরোই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ৩শ ফুট রেললাইনে নতুন করে পাত বসানো হচ্ছে। যার ইতোমধ্যে শতভাগ কাজ সম্পন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইনের মেরামত শেষে রিলিফ ট্রেন চালানো হয়েছে। এখন ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে পুরোপুরি ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। লাইনচ্যুত বগিগুলো নিরাপদ দূরত্বে রেল সড়কের পাশে সরিয়ে রাখা হবে আর লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম