কাউনিয়ায় ট্রেনের দুই বগিসহ ইঞ্জিন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ১০:২৩ এএম
লালমনিরহাট থেকে সান্তাহারগামী মেইল কমিউটার ট্রেন (ডাউন-২০) দুই বগিসহ ইঞ্জিন মঙ্গলবার সকাল ৭টার দিকে কাউনিয়া স্টেশনের পূর্বে লাইনচ্যুত হয়ে পড়েছে। ফলে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
কাউনিয়া জংশন রেলওয়ে স্টেশনমাস্টার মো. মোবারক হোসাইন জানান, লালমনিরহাট থেকে বগুড়া সান্তাহারগামী কমিউটার (ডাউন-২০) ট্রেনটি মঙ্গলবার সকাল ৭টা দিকে কাউনিয়া জংশন স্টেশনে লুপ লাইনে প্রবেশের সময় আউট সিগন্যালের কাছে রেললাইন উল্টে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ কারণে সকাল থেকে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
স্টেশনমাস্টার মোবারক হোসাইন আরও জানান, ট্রেনের দুই বগিসহ ইঞ্জিন উদ্ধারে লালমনিরহাট থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারকাজ চালাচ্ছে।