টাঙ্গাইলে প্রশাসনের হস্তক্ষেপে পেঁয়াজের দাম কমল ৭০ টাকা
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৩ পিএম
টাঙ্গাইলে এক দিনের ব্যবধানে প্রশাসনের হস্তক্ষেপে পেঁয়াজের দাম ৭০ টাকা কমেছে। সোমবার সকাল থেকে শহরের পার্ক বাজারসহ বিভিন্ন বাজারে পুরাতন দেশি পেঁয়াজ ১৫০ টাকা ও আমদানি করা নতুন পেঁয়াজ ১২০ টাকা কেজি বিক্রি হয়েছে।
পেঁয়াজ ব্যবসায়ী ও ক্রেতারা জানান, ভারত পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞার পর টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন বাজারে শনিবার দেশি পেঁয়াজ ২০০ থেকে ২২০ টাকা ও আমদানি করা নতুন পেঁয়াজ ১৮০ টাকা কেজি বিক্রি হয়েছে। রোববার জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পার্ক বাজারসহ কয়েকটি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। তারপর সোমবার থেকে পার্ক বাজারসহ শহরের বিভিন্ন বাজারে পুরাতন দেশি পেঁয়াজ ১৫০ টাকা ও আমদানি করা নতুন পেঁয়াজ ১২০ টাকা কেজি বিক্রি হয়েছে।
বাজারের সাধারণ ক্রেতারা এই অভিযানকে অভিনন্দন জানিয়েছেন। এ ধরনের অভিযান অব্যাহত রাখারও দাবি জানান সাধারণ ক্রেতারা।
জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বলেন, পেঁয়াজ মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তারপরেও কেউ যদি অন্যায়ভাবে কারসাজি করে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি রাখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।