গ্রেফতার আতঙ্ক, নান্দাইলে বিএনপি নেতাকর্মীরা বাড়িছাড়া
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম
নান্দাইলে পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সাতটি গ্রামের বিএনপি নেতাকর্মী ও বিএনপি সমর্থিত সাধারণ মানুষ। তাদের গ্রেফতার আতঙ্কে দিন কাটাচ্ছে।
জানা গেছে, গত ৭ ডিসেম্বর মোয়াজ্জেমপুর ইউনিয়নের মাজার বাসস্ট্যান্ড এলাকায় হরতাল-অবরোধের সমর্থনে বিএনপি নেতাকর্মীদের মিছিলে পুলিশ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দুই পুলিশ সদস্যসহ ৩৫ জন নেতাকর্মী আহত হয়। তবে নেতাকর্মীদের দাবি এ ঘটনায় তাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় আব্দুল আউয়াল নামে এক শ্রমিকদল নেতাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৬৫ জন বিএনপি নেতাকর্মীর নামে মামলা দায়ের করে। মামলার পর থেকেই পুলিশ আসামিদের ধরতে তাদের বাড়িতে হানা দিচ্ছে। বর্তমানে মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৭টি গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।
উক্ত মামলায় অজ্ঞাতনামা ১৫০ আসামি করায় পুলিশের ভয়ে সাধারণ মানুষও বাড়িতে থাকতে পারছে না। উত্তর পালাহার গ্রামের রতন মিয়া জানান, আসামির তালিকায় যাদের নাম নেই তারা পাহারা দেয়, কখন পুলিশ আসে তা দেখার জন্য।
মোয়াজ্জেমপুর গ্রামের মাসুম খান জানান, তার ২ ভাই আসামি। নামধারী আসামি না পেলে অজ্ঞাতনামা হিসাবে যদি তাকেও ধরে নিয়ে যায়। এ ছাড়া গত রোববার স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ইমামুল হক কাঞ্চনকে বিদ্যালয় থেকে ধরে নিয়ে যায় পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া বলেন, এ মুহূর্তে আমি ব্যস্ত। এখন আমি কিছু বলতে পারছি না।