Logo
Logo
×

সারাদেশ

নান্দাইলে ১৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ, ট্রাকসহ চালক আটক

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৮ পিএম

নান্দাইলে ১৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ, ট্রাকসহ চালক আটক

ময়মনসিংহের নান্দাইলে গোপন সূত্রের ভিত্তিতে ১৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকসহ চালক আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়েছে।

শনিবার সন্ধ্যার দিকে অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের তারেরঘাট বাজার পাথর ব্যবসায়ী কামাল মিয়ার অফিসের সামনে থেকে ট্রাকভর্তি ১৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বাজারমূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা। তবে জব্দকৃত মালামালের মালিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ট্রাকচালক আবু বক্কর সিদ্দিক উপজেলার মুশুল্লী ইউনিয়নের জামতলা গ্রামের আ. গণির পুত্র।

এ ব্যাপারে নান্দাইল মডেল থানার এসআই শাহজাহান বাদী হয়ে চালক আবু বক্কর সিদ্দিকসহ অজ্ঞাত ১-২ জনকে আসামি করে মামলা করেন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামান রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম