বগুড়ার মহাস্থান মাজারের দানবাক্সে এবার ২৪ লাখ টাকা ও স্বর্ণালংকার
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪ পিএম
বগুড়ার র্শিবগঞ্জের মহাস্থানে ঐতিহাসিক শাহ সুলতান মাহমুদ বলখী মাহিসাওয়ারের (রহ.) মাজারের দানবক্সে এবার প্রায় ২৪ লাখ টাকা, স্বর্ণালংকার ও বিদেশি টাকা পাওয়া গেছে। শনিবার বিকালে মাজারের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুর রহমান এ তথ্য দিয়েছেন।
মাজার সূত্র জানায়, মাজার পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। তাদের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিবের তত্ত্বাবধানে বুধ ও বৃহস্পতিবার নয়টি দানবাক্সের তালা খোলা হয়। এর মধ্যে সাতটি ছোট ও দুটি বড়। সেখান থেকে দানের টাকা ও স্বর্ণালংকার বস্তায় ভরে মহাস্থান মাজার মসজিদ কার্যালয়ে নেওয়া হয়।
মহাস্থান উচ্চ বিদ্যালয়ের ২০ জন ছাত্র, অগ্রণী ব্যাংক মহাস্থান শাখার ১২ জন কর্মকর্তা ও মাজারের ১০ কর্মচারী গণনার কাজ শুরু করেন। সাতটি ছোট দানবাক্সে ৮ লাখ ২৪ হাজার ৬১৫ টাকা ও বড় দুটি দানবাক্সে মেলে ১৫ লাখ ৫৭ হাজার ৬৮১ টাকা। এছাড়া স্বর্ণের ১৮টি নাকফুল, কিছু গহনা এবং ভারতীয়, শ্রীলংকা ও মিসরের টাকা পাওয়া যায়।
মাজারের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুর রহমান জানান, পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুসারে প্রতি তিন মাস পরপর দানবাক্স খোলা হয়ে থাকে। এবার প্রায় সাড়ে চার মাস পর খোলা হয়েছে।