এডিট করা ছবি নিয়ে ফরিদগঞ্জে তোলপাড়
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ পিএম
যুগান্তরের লোগো ব্যবহার করে অনলাইনে পূর্বের একটি সংবাদ এডিট করে ‘স্বতন্ত্র প্রার্থীকে হুমকির অভিযোগ, শফিকুর রহমানকে শোকজ’ শীর্ষক ছবিকে কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জে চলছে তোলপাড়।
রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ ব্যবহারকারীরা এই নিউজের স্ক্রিনসদৃশ ছবি নিয়ে পুরো উপজেলায় আলোচনার ঝড় তুলেছেন। উৎসুকরা তাৎক্ষণিক যুগান্তরের অনলাইন পেজে হন্যে হয়ে খুঁজতে থাকেন বাকি তথ্য। কিন্তু অনলাইনে এই সংবাদ না থাকায় বিষয়টি নিয়ে সন্দেহ হয়।
জানা গেছে, শুক্রবার সকালে যুগান্তরের অনলাইন সংস্করণের হুবহু স্ক্রিনশটের মতো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বলা হয়, চাঁদপুর-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। এতে যুগ্ম জেলা ও দায়রা চাঁদপুরের জজ সাইয়েদ মাহ্বুবুল ইসলামের নাম ব্যবহার করা হয়েছে। বস্তুত এ ধরনের কোনো সংবাদ যুগান্তর অনলাইন ও প্রিন্ট ভার্সনে প্রচারিত হয়নি। কে বা কারা ৪ ডিসেম্বর প্রচারিত জেলার মতলবের এ ধরনের একটি সংবাদের অনলাইন ভার্সনের সংবাদের স্ক্রিনশট এডিট করে প্রচার করেছে।