শিশু ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:২১ পিএম
বান্দরবানের রোয়াংছড়িতে কিশোরী ধর্ষণের অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ব্যংছড়িপাড়ায় ১২ বছরের এক পাহাড়ি শিশুকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘ তিন মাস ধরে বিভিন্ন সময়ে ধর্ষণ করে আসছেন আওয়ামী লীগের ওই নেতা। বুধবার ধর্ষণের সময় স্থানীয়রা টের পেয়ে ধর্ষককে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।
ধর্ষণের অভিযোগে গ্রেফতার চসই প্রু মারমা (৪৫) রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এছাড়াও ব্যংছড়িপাড়ায় মুদি দোকানের ব্যবসা করেন।
এ ঘটনায় শিশুটির বড় ভাই বাদী হয়ে রোয়াংছড়ি থানায় ধর্ষণ মামলা করেছেন।
মামলার বাদী অভিযোগ করে বলেন, আমার বোন দ্বিতীয় শ্রেণির ছাত্রী। আমার বাবা মারা গেছেন এবং মা মানসিকভাবে সম্পূর্ণরূপে ভারসাম্যহীন। এ সুযোগ নিয়ে চসই প্রু মারমা আমার বোনকে বিভিন্ন সময়ে ধর্ষণ করেছেন। ধর্ষণকারীর শাস্তির দাবি জানাচ্ছি।
রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লা মং মারমা বলেন, ধর্ষণের বিষয়টি শুনেছি। তিনি দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ওসি মো. আবুল কালাম জানান, ভিকটিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি জেনেছি। তবে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ভিকটিমের বড় ভাই বাদী হয়ে দায়ের করা মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।