Logo
Logo
×

সারাদেশ

সিলেটে পোষা বিড়ালের খোঁজে ছাত্রীর পোস্টারিং

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:০৩ পিএম

সিলেটে পোষা বিড়ালের খোঁজে ছাত্রীর পোস্টারিং

সিলেটে হারিয়ে যাওয়া শখের বিড়ালকে ফিরে পেতে নগরীতে  পোস্টারিং করেছেন এক কলেজছাত্রী। তার নাম সানজিদা ফেরদৌস। তিনি সিলেটের মেজরটিলা এলাকার বাসিন্দা।

সানজিদা সিলেট এমসি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। হারিয়ে যাওয়া বিড়ালের নাম লাড্ডু।  দেখতে বড়সড় বিড়ালটি সাত দিন আগে হারিয়ে যাওয়ার পর  থেকে বিষণ্ন সানজিদা। ছোটবেলা থেকে সানজিদা  ফেরদৌসের বিড়াল পোষার প্রতি ঝোঁক ছিল। এর আগে কখনো বিড়াল না হারালেও প্রথমবারের মতো পোষা একটি বিড়াল হারিয়ে হতাশ তিনি। পোষা বিড়ালটিকে ফিরে পেতে সিলেট নগরের বিভিন্ন এলাকায় পোস্টারিং করেছেন সানজিদাসহ তার বন্ধু ও স্বজনরা।

নগরীর টিলাগড়, মেজরটিলা ও জালালাবাদ এলাকার বিভিন্ন স্থানে এসব পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে লেখা হয়েছে, সিলেট টিলাগড়া থেকে পোষা বিড়াল লাড্ডু হারিয়ে গেছে। এক মানবতাহীন প্রতিবেশী বস্তায় বেঁধে টিলাগড় থেকে বিড়ালটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দিয়েছে। কোনো সহƒদয় ব্যক্তি বিড়ালটিকে দেখলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ওই পোস্টারে দুটি মুঠোফোন নম্বর উল্লেখ করা হয়েছে।

সানজিদার বড় বোন জান্নাতুল ফেরদৌস গণমাধ্যমকে বলেন, তার ও তার বোনের বিড়াল পোষার শখ রয়েছে। প্রায় এক বছর ধরে লাড্ডুকে লালন-পালন করছেন তারা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম