Logo
Logo
×

সারাদেশ

আ. লীগ মনোনীত প্রার্থী বাবুর সম্পদ ১৫ বছরে বেড়েছে ৪২ গুণ

Icon

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৩৯ পিএম

আ. লীগ মনোনীত প্রার্থী বাবুর সম্পদ ১৫ বছরে বেড়েছে ৪২ গুণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় সোমবার শেষ হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস গতকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীদের জমাকৃত ৬ জন প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করেন।

বৈধ চারজনের মধ্যে হলফনামা বিশ্লেষণ করে জানা যায়, বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ থেকে মনোনীত নজরুল ইসলাম বাবুর গত ১৫ বছরে সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় ৪২ গুণ।

নবম জাতীয় সংসদ নির্বাচনে পেশা হিসেবে বাবু উল্লেখ করেন তিনি একজন প্রথম শ্রেণির ঠিকাদার। ঠিকাদারি ব্যবসা থেকে বার্ষিক আয় করেন ৩ লাখ ৫৮ হাজার টাকা এবং স্ত্রীর চিকিৎসা পেশা থেকে বাৎসরিক আয় দেখানো হয় ১ লাখ ৭৪ হাজার টাকা। অস্থাবর সম্পত্তি নগদ ৭ লাখ ৫১ হাজার টাকা। সে সময়কার স্থাবর সম্পত্তি ছিল ৮ দশমিক ৫ শতাংশ; অকৃষি জমি- যার মূল্য ধরা হয়েছিল ৪ লাখ ৬০ হাজার টাকা। স্ত্রী ও নির্ভরশীলদের কোনো সম্পদ ছিল না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় উল্লেখিত তার স্ত্রীর নামে শূন্য থেকে গত ১৫ বছরে সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩৫৫ শতাংশ অকৃষি জমি- যার বাজার মূল্য ৯৫ লাখ ৬২ হাজার টাকা এবং ৩৯ শতাংশ জমির ওপর একতলা আধা পাকা দালান যার হলফনামায় উল্লেখিত মূল্য ৩৯ লাখ ৩১ হাজার টাকা এবং বাবুর নামে দেখানো হয় ৩৬১ শতাংশ অকৃষি-কৃষি জমি; যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৫ লাখ ৫৫ হাজার টাকা।

২ দশমিক ২ শতাংশ জমির ওপর নির্মিত দালানের মূল্য দেখানো হয়েছে ১ লাখ ৫৭ হাজার টাকা। এছাড়া ঢাকায় রয়েছে ৩২০০ বর্গফুটের একটি ফ্লাট; যার মূল্য ৮১ লাখ টাকা এবং পূর্বাচল রাজউক নিউ মডেল টাউনে ৪১ লাখ টাকা মূল্যের ১০ কাঠার একটি প্লটসহ মোট ৩ কোটি ২৯ লাখ ১২ হাজার টাকার সম্পত্তি।

এ আসনের জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার লোটন তার হলফনামায় উল্লেখ করেন স্বশিক্ষিত, রাজনীতিবিদ ও ব্যবসায়ী। পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারা না হওয়ায় হেরিটেজ সম্পত্তি হিসেবে দেখানো হয়েছে। তার ব্যবসা থেকে বার্ষিক আয় ৪ লাখ ৭৬ হাজার টাকা ও ব্যাংকে জমা ১৬ হাজার ৯১৫ টাকা এবং তার স্ত্রীর নামে একটি গাড়িসহ দুই ভরি সোনা ও ৯ লাখ ৮৫ হাজার টাকা হলফনামায় দেখানো হয়েছে। এ আসনে মনোনয়নপত্র বৈধ হয় আরও দুজনের। তারা হলেন- তৃণমূল বিএনপির আবু হানিফ হৃদয় এবং জাকের পার্টির শাহজাহান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম