Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জ-২ আসন

মেজর আখতারের নির্বাচন পরিচালনা কমিটি ভাইরাল

Icon

কিশোরগঞ্জ ব্যুরো ও পাকুন্দিয়া প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ১১:১২ পিএম

মেজর আখতারের নির্বাচন পরিচালনা কমিটি ভাইরাল

বিএনপির বহিষ্কৃত নেতা কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের নির্বাচনি পরিচালনার একটি কমিটি ফেসবুকে ভাইরাল হয়েছে। এ কমিটিতে পাকুন্দিয়া উপজেলা বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম রয়েছে। তবে, এ কমিটি কে-বা কারা করেছে মেজর আখতার বা কেউ এর দায় নিতে চাচ্ছেন না।

মিডিয়ায় ভাইরাল এ কমিটিতে পাকুন্দিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি আহমেদ ফারুক খোকনকে সমন্বয়কারী, আওয়ামী লীগ নেতা পাকুন্দিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাভেক ভিপি আব্দুল হাকিমকে সহ-সমন্বয়কারী ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ভিপি কামাল উদ্দিনকে সদস্য সচিব হিসাবে দেখানো হয়েছে। এছাড়াও সদস্য হিসাবে রাখা হয়েছে পাকুন্দিয়া উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম মাস্টার, পাকুন্দিয়া উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক টিপু, চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. তাইজুল ইসলাম, নারান্দী উনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান মাস্টার, বুরুদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক নজরুল ইসলাম সরকার, চরফরাদী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একলাছ উদ্দিন, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেনকে।

এ কমিটির সমন্বয়কারী পাকুন্দিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি আহমেদ ফারুক খোকন জানান, বিএনপি নির্বাচনে এলে সংসদ নির্বাচনে আমিও একজন প্রার্থী। তাই আমার নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ কমিটির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

কমিটির সহ-সমন্বয়কারী আওয়ামী লীগ নেতা পাকুন্দিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আব্দুল হাকিম বলেন, আমি আওয়ামী লীগ করি। আখতার বিএনপি করেছেন এক সময়। এখন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে না জানিয়ে কে বা কারা এ কমিটিতে আমার নাম দিয়েছে, আমি এর প্রতিবাদ জানাই।

শনিবার বিকালে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন গণমাধ্যমকে জানান, ‘এ কমিটি কে-বা কারা তৈরি করে ফেসবুকে ছেড়েছে আমি নিজেও জানি না। আমার কোনো কমিটি লাগবে না। আমার কমিটি আমার ভোটার আমার জনগণ।’ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম