Logo
Logo
×

সারাদেশ

রশি দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস আটকে শিশুর মৃত্যু

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ০৬:১৩ পিএম

রশি দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস আটকে শিশুর মৃত্যু

সালথায় মো. মুরসালিন নামে ৯ বছর বয়সি এক শিশু শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বসতঘরের ভেতর রশি দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস আটকে তার মৃত্যু হয় বলে পরিবারের ধারণা।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু নওয়াপাড়া গ্রামের কৃষক মো. চাঁন মিয়ার ছেলে। দুই ভাইয়ের মধ্যে মুরসালিন বড়। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

নিহতের প্রতিবেশী মো. গিয়াস উদ্দীন জানান, শুক্রবার সন্ধ্যার আগে মুরসালিনকে বাড়িতে একা রেখে তার মা পাশের একটি দোকানে বিস্কুট কিনতে যান। দোকান থেকে মাত্র ১৫ মিনিট পর বাড়িতে ফিরে ঘরের দরজা আটকানো দেখেন তার মা। এ সময় ঘরের ভেতরে গিয়ে দেখা যায়, নাইলনের রশি গলায় প্যাঁচানো অবস্থায় দরজার চৌকাঠের সঙ্গে ঝুলছে মুরসালিন। পরে দ্রুত তাকে নামিয়ে স্থানীয় কাগদী বাজারে ডাক্তারের কাছে নিলে মৃত ঘোষণা করেন। পরিবারের ধারণা, ঘরের মধ্যে রশি দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস আটকে মুরসালিন মারা যায়।

শনিবার সকালে সালথা থানার ওসি মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ওই শিশুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন। ময়না তদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম