নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে: ভূমিমন্ত্রী
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:১২ পিএম
![নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে: ভূমিমন্ত্রী](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/12/01/image-746472-1701443539.jpg)
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, মেম্বার, ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেক জনপ্রতিনিধি এমনকি আমি নিজেও মৃত্যুর পর আমাদের ওপর অর্পিত দায়িত্ব সম্পর্কে কৈফিয়ত দিতে হবে। তাই নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
উপজেলার বটতলী ইউনিয়নের আইর মঙ্গল (মাইজপাড়া) জামে মসজিদে জুমার নামাজে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, থানার ওসি সোহেল আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক সদস্য গিয়াস উদ্দিন, শ্রমিক লীগের সহসভাপতি মামুনুর রশীদ, বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন প্রমুখ।