Logo
Logo
×

সারাদেশ

ভোলা-৩ আসনে এমপি শাওনের প্রতিদ্বন্দ্বী স্ত্রী রত্না

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম

ভোলা-৩ আসনে এমপি শাওনের প্রতিদ্বন্দ্বী স্ত্রী রত্না

ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন নির্বাচনী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম জমা দিয়েছেন তার সহধর্মিণী ফারজানা চৌধুরী রত্না। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়ছেন আওয়ামী লীগের সাবেক এমপি মেজর (অব.) জসিম উদ্দিনও। 

বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা। সাবেক এমপি মেজর (অব.) জসিম উদ্দিন ভোলা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে ফরম জমা দেন। তিনি ২০০৮ সালের নির্বাচনে এ আসনে নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। দেড় বছরের মাথায় গণপ্রতিনিধিত্ব আইনে এমপি পদ হারান তিনি। এরপর চেষ্টা করেও আওয়ামী লীগের মনোনয়ন পাননি। এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন তিনি। 

অপরদিকে লালমোহনে সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন এই আসনের আওয়ামী লীগের এমপি প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওনের স্ত্রী ফারজানা চৌধুরী রত্না। তিনি নিজে জমা না দিলেও তার পক্ষে প্রস্তাবকারী ও সমর্থনকারী এসে ফরম জমা দেন। তবে দুই স্বতন্ত্র প্রার্থীর কেউই দলীয় কোনো পদে নেই। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম