Logo
Logo
×

সারাদেশ

ঘিওরে নিখোঁজ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০১:২০ এএম

ঘিওরে নিখোঁজ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঘিওর থেকে দুইদিন আগে নিখোঁজ হওয়া হার্ডওয়্যার ব্যবসায়ী ইমান আলীর (৬৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় পার্শ্ববর্তী উপজেলা শিবালয়ের বোয়ালী গ্রামে। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। ২৫ দিন আগে ইমান আলীকে অপহরণও করা হয়েছিল। পরে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ইমান আলী জেলার ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের শাইলকাই গ্রামের মৃত হারান শেখের ছেলে। ঘিওর বাজারের পঞ্চরাস্তা মোড় এলাকায় তার হার্ডওয়্যারের দোকান রয়েছে।

বুধবার সকালে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে ইমান আলীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। মঙ্গলবার শিবালয় উপজেলার বোয়ালী এলাকায় গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহতের মেঝ ছেলে মিলন হোসেন জানান, তার বাবা রোববার সকালে বাড়ি থেকে নিখোঁজ হন। কোথাও খুঁজে না পেয়ে ঘিওর থানায় সাধারণ ডায়েরি করা হয়। তার অভিযোগ তার বাবাকে সুদকারবারীরা পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে। অপহরণ মামলার আসামিরা জামিনে আছেন বলে জানান ওসি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম