বগুড়া শহরের রেল স্টেশনের দক্ষিণ দিকে ময়লার ভাগাড়ের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ শনিবার দুপুরে লাশটি দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছে। বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবু সিদ্দিক এ তথ্য দিয়েছেন।
পুলিশ জানায়, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি দীর্ঘদিন বগুড়া রেলওয়ে স্টেশন এলাকায় বিচরণ করতেন। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ ও মাদক সেবন করতেন। এছাড়া নানারোগে আক্রান্ত ছিলেন। শনিবার সকালে স্টেশনের দক্ষিণ দিকে সাতমাথা-তিনমাথা সড়কে ময়লার ভাগাড় সংলগ্ন স্থানে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। দুপুরের দিকে পুলিশ লাশ উদ্ধার করে। তার পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল।
ইন্সপেক্টর আবু সিদ্দিক জানান, ওই ভিক্ষুক মাদক সেবন করতেন। এছাড়া তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তার ধারণা, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছেন। পরিচয় না পাওয়া ও কোনো অভিযোগ না থাকায় লাশটি দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামকে দেওয়া হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।