রাজশাহীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ। ৫০ হাজার টাকায় মাছটি এক পাইকারের কাছে বিক্রি করা হয়েছে।
শুক্রবার সকালে রাজশাহী নগরীর বিনোদপুর জাহাজঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে শাহজামাল নামের এক জেলের জালে বিশালাকৃতির এই বাঘাইড় মাছটি ধরা পড়ে। বিশালাকৃতির এ মাছ পেয়ে খুশি জেলে শাহজামাল।
তিনি জানান, তার বয়স যখন ৮ বছর তখন থেকেই তিনি মাছ ধরেন। ২০০৮ সালের দিকে প্রথম তিনি ১০০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ তুলেছিলেন জালে। এরপর ৫৪ কেজি ৮০০ গ্রাম ওজনের মাছ তুললেন।