Logo
Logo
×

সারাদেশ

শিক্ষিকাকে শ্লীলতাহানির ঘটনায় মামলা

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ১০:৫৪ পিএম

শিক্ষিকাকে শ্লীলতাহানির ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের বন্দরে বিয়ে করতে রাজি না হওয়ায় এক স্কুলশিক্ষিকাকে (৪২) শ্লীলতাহানির ঘটনার ১৪ দিন পর থানায় মামলা হয়েছে। বুধবার ওই শিক্ষিকা বাদী হয়ে কামাল উদ্দিনকে আসামি করে বন্দর থানায় মামলা করেন।

গত ৭ নভেম্বর রাত পৌনে ১টার দিকে ২৩নং ওয়ার্ডের ৪০৫নং উইলসন রোড এলাকায় এ ঘটনাটি ঘটে।

কামাল উদ্দিন নোয়াখালী জেলার কবিরহাট থানার রামেশ্বপুর এলাকার সাইদুল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে আসছিলেন ওই নারী। প্রায় ১০ বছর আগে শিক্ষিকার স্বামী মৃত্যুবরণ করেন। গত তিন বছর পূর্বে ঢাকা মিরপুর-১২ তে একটি প্রোগ্রামের কাজে গিয়ে কামাল উদ্দিনের সঙ্গে ওই শিক্ষিকার পরিচয় হয়। পরিচয় সূত্র ধরে কামাল উদ্দিন স্ত্রী দুই মেয়ে ও এক ছেলের কথা গোপন রেখে গত ১৫ জুন শিক্ষিকার জামাতার মাধ্যমে তাকে বিয়ে করার প্রস্তাব দেন।

এ সুবাদে শিক্ষিকা সরল মনে প্রায় সময়ই কামাল উদ্দিনের সঙ্গে বিভিন্ন স্থানে ঘুরতে যান এবং বেশ কিছু ছবি তোলেন। পরে কামাল উদ্দিনের স্ত্রী ও ছেলেমেয়েদের কথা জানতে পেরে বিয়ে করবে না বলে জানান ওই শিক্ষিকা। এ ঘটনায় কামাল উদ্দিন ক্ষিপ্ত হয়ে শিক্ষিকাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন।

এ ব্যাপারে বন্দর থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, শিক্ষিকাকে শ্লীলতাহানির ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত কামাল উদ্দিনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম