Logo
Logo
×

সারাদেশ

মসজিদে ইমাম মুয়াজ্জিম খাদেম নিয়োগ বন্ধে মামলা

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম

মসজিদে ইমাম মুয়াজ্জিম খাদেম নিয়োগ বন্ধে মামলা

খুলনার পাইকগাছা উপজেলা মডেল মসজিদে ইমাম, মুয়াজ্জিম ও খাদেম নিয়োগ বন্ধে আদালতে মামলা হয়েছে। আদালত বিবাদীদের বিরুদ্ধে শোকজ করেছেন। ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

মসজিদের বর্তমান ইমাম হাফেজ মাওলানা শামসুদ্দিন বাদী হয়ে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে মঙ্গলবার এ মামলা করেন। এতে উপজেলা নির্বাহী অফিসারসহ ৪ জনকে বিবাদী করা হয়েছে।

বুধবার পাইকগাছা উপজেলা মডেল মসজিদে ইমাম, মুয়াজ্জিম ও খাদেম পদে নিয়োগ পরীক্ষার দিন ধার্য ছিল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই। নিয়োগ প্রক্রিয়া অব্যাহত আছে। উপজেলা ও পৌরসভার সব ইমামদের নিয়ে সঠিকভাবে নিয়োগ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের নিয়োগ দেওয়া হবে। এখানে কোনো অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ নেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম