বগুড়ার ধুনটে চার বছরের শিশু সিয়াম বাবু হত্যা রহস্য উন্মোচিত হয়েছে। সৎমা শারমিন খাতুন তাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন এ ঘটনায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিন হাসানের আদালতে সোমবার সন্ধ্যায় তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের নির্দেশে পরে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন। সূত্র জানায়, নিহত শিশু সিয়াম বাবু ধুনট উপজেলার পীরহাটি গ্রামের কৃষক মনিরুল ইসলামের দ্বিতীয় পক্ষের ছেলে। সিয়ামের মা পলি খাতুন প্রায় এক বছর আগে ক্যান্সারে মারা যান। এরপর মনিরুল ইসলাম ছাতিয়ানী গ্রামের আবদুল শেখের মেয়ে শারমিন খাতুনকে তৃতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে শারমিন সৎ ছেলে সিয়াম বাবুকে মেনে নিতে পারছিলেন না। ১৬ নভেম্বর মনিরুল বাজার থেকে বিস্কুট ও বাদাম নিয়ে বাড়িতে ফিরেন। এরপর তিনি ছেলে ও স্ত্রীর মধ্যে এসব ভাগ করে দেন। এতে শারমিন ক্ষুব্ধ হন এবং সিয়ামকে হত্যার পরিকল্পনা করেন। ১৮ নভেম্বর মনিরুল মাঠে কৃষিকাজ করতে যান। দুপুরের দিকে শারমিন ঘুমন্ত সিয়ামকে বালিশচাপা দিয়ে হত্যা করে।