খরা তহবিলসহ পাঁচ দাবিতে রাজশাহীতে গণপদযাত্রা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ১০:২৪ পিএম
আসন্ন জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে ধনী দেশগুলোর কাছ থেকে খরাপীড়িত বরেন্দ্র অঞ্চলের জন্য খরা তহবিল ও জলবায়ু ন্যায্যতাসহ পাঁচ দাবিতে মঙ্গলবার রাজশাহীতে গণপদযাত্রা হয়েছে। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের উদ্যোগে পদযাত্রাটি নগরীর সাহেববাজার থেকে বড়কুঠি মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে পাঁচটি দাবি তুলে ধরা হয়।
সেগুলো হলো-আসন্ন জলবায়ু সম্মেলনে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের খরা দুর্যোগ, পানি সংকট সমাধানসহ বাংলাদেশের জন্য জলবায়ু ন্যায্যতায় সিদ্ধান্ত গ্রহণ; বাংলাদেশের জন্য ঘোষিত জলবায়ু তহবিল ছাড়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ; ধনী দেশগুলোর প্রতিশ্র“তি দেওয়া জলবায়ু তহবিল দ্রুত ছাড় করা; খরা মোকাবিলায় বরেন্দ্র অঞ্চলে জরুরিভিত্তিতে পানি ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা; বরেন্দ্র অঞ্চলের জন্য পৃথক ‘খরা ও জলবায়ু তহবিল’ গঠন করা ও ‘খরা ভাতা’ চালু করা এবং বৈশ্বিক উষ্ণতাকে সীমিত করতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা। এ সময় বক্তব্য দেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সম্পাদক সাবিত্রী হেমব্রম। মূল ঘোষণাপত্র পাঠ করেন ফোরামের সভাপতি শাইখ তাসনীম জামাল। সঞ্চালনা করেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের প্রচার সম্পাদক আতিকুর রহমান আতিক।