Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে বাসে পেট্রলবোমা, চালকসহ ৫ যাত্রী আহত

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ০৭:২১ পিএম

রাজশাহীতে বাসে পেট্রলবোমা, চালকসহ ৫ যাত্রী আহত

রাজশাহীতে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার মাগরিব নামাজের সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উদপুর নামক স্থানে দুর্বৃত্তদের বোমা হামলায় যাত্রীবাহী বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় গাড়িচালক তৌহিদুল ইসলাম বাবু (৩৮) আহত হয়েছেন। তবে জানালার কাচ ভেঙে দ্রুত নামতে গিয়ে পাঁচ যাত্রী আহত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আহত যাত্রীদের তাৎক্ষণিকভাবে নাম-ঠিকানা জানা যায়নি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও গাড়িচালক বাবু জানান, সিমু নুরতাজ নামের বাসটি ৪০ জন যাত্রী নিয়ে রোববার সন্ধ্যায় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। মাগরিব আজানের পরপরই মহাসড়কের উদপুর নামক স্থানে গাড়িটি পৌঁছলে পেছন থেকে অনুসরণ করে আসা মোটরসাইকেলের দুই মুখোশধারী দুর্বৃত্ত চালককে লক্ষ্য করে প্রথমে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে। পরে গাড়ির সামনে গিয়ে আরেকটি পেট্রলবোমা ছুড়ে ডানদিকে একটি সরু সড়ক ধরে লাপাত্তা হয়ে যায়। দুটি পেট্রলবোমায় পুরো গাড়িটিতে আগুন ধরে যায়।

এ সময় যাত্রীরা জানালার কাচ ভেঙে পেছন দিয়ে নামতে পারলেও পাঁচজন যাত্রী সামান্য আহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। এদিকে যাত্রীবাসে বোমা হামলার পর কিছু সময়ের জন্য সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, পেট্রলবোমায় গাড়িটি পুড়ে গেছে। পেট্রলবোমা নিক্ষেপকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে। এ ঘটনায় থানায় মামলা হবে। তবে চালকের সাহসিকতায় বাসে থাকা ৪০ জন যাত্রীর সবাই অক্ষত আছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম