Logo
Logo
×

সারাদেশ

প্রশ্নের উত্তর বলে না দেওয়ায় কাউখালীতে শিক্ষক লাঞ্ছিত

Icon

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ১০:৫২ পিএম

প্রশ্নের উত্তর বলে না দেওয়ায় কাউখালীতে শিক্ষক লাঞ্ছিত

পরীক্ষার হলে শিক্ষার্থীকে প্রশ্নের উত্তর বলে না দেওয়ায় শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন অভিভাবকরা। শিক্ষকের নাম আবু হানিফ। বৃহস্পতিবার উপজেলার বেতকা গোয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এই পরিস্থিতির শিকার হন।

আবু হানিফ ওইদিন বার্ষিক মূল্যায়ন পরীক্ষার হলে পরিদর্শকের দায়িত্বে ছিলেন। এ সময় সাইমুন জাহান ফারিয়া নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী তার কাছে প্রশ্নের উত্তর জানতে চায়। তিনি বিষয়টি এড়িয়ে যান। ওই শিক্ষার্থী পরীক্ষা শেষে বাড়ি ফিরে তার অভিভাবকদের বিষয়টি জানায়। অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের কাছে মুঠোফোনে ঘটনা জানতে চান। প্রধান শিক্ষক জাহানারা খানম তাদের বিদ্যালয়ে এসে বিষয়টি আলোচনা করতে বলেন। কিন্তু শিক্ষার্থীর ভাই সজিব খান, চাচাতো ভাই মহসিন হোসেন মিন্টু ও ইয়াছিন খান সংঘবদ্ধ হয়ে শিক্ষক আবু হানিফকে কিল-ঘুসি ও চড়-থাপ্পড় মারে।

সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় বলেন, শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে ন্যায়বিচারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম