হাটে বিক্রি হওয়া দিনমজুরের লাশ মালিকের বাগানে উদ্ধার
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ১০:৪১ পিএম
ঋণগ্রস্ত দিনমজুর আ. সাত্তার জীবিকার তাগিদে ফরিদপুরের কানাইপুর শ্রমিকের হাটে বিক্রি হয়ে ১০ নভেম্বর লোকমান হোসেনের বাড়িতে যান। বিক্রির পর ছয় দিন স্বাভাবিকভাবেই কাজ করছিলেন।
শুক্রবার সকালে মালিকের বাড়ির পাশে একটি লেবু গাছে গলায় রশি পেঁচানো অবস্থায় তার দেহ ঝুলছিল। পরে দুপুরে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বারো ভাগিয়া এলাকা থেকে ওই দিনমজুরের লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
আ. সাত্তার সালথা উপজেলার তুগোলদিয়া গ্রামের মৃত কিতাবদ্দী কারিগরের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, আ. সাত্তার ঋণগ্রস্ত ছিলেন। এ কারণে কাউকে না জানিয়ে বাড়ি থেকে কানাইপুর শ্রমিকের হাটে দিনমজুরের কাজে বিক্রি হয়েছিলেন তিনি।
ফরিদপুরের কোতোয়ালি থানার এসআই মো. বেলাল হোসেন বলেন, খবর পেয়ে ওই দিনমজুর আ. সাত্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।