‘বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিলিয়ন মিলিয়ন ডলার টার্গেট’
রাজু আহমেদ, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ১১:০৭ পিএম
প্রধান অতিথির বক্তব্য দেন শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ওরা সব ধরনের ষড়যন্ত্রে বিফল হয়ে এখন দেশের ভিতর ও বাহির থেকে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয়ের টার্গেট নিয়েছে। আমাদের গর্ব সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, আমাদের শ্রদ্ধার ছোট আপা শেখ রেহানা ও শেখ রাদওয়ান মুজিব ববির বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা সৃষ্টির পাঁয়তারা করছে।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা পরিবারের ক্ষতি করে শেখ হাসিনাকে মানসিকভাবে দুর্বল করতে চাচ্ছে। কিন্তু ওরা জানে না, হিমালয় পর্বত টলে যেতে পারে, সমস্ত জমাট বরফ গলে গেলেও শেখ হাসিনাকে টলাতে বা দুর্বল করতে পারবে না।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের আদমজী এলাকায় দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন সঠিক সময়ে হবে উল্লেখ করে শামীম ওসমান বলেন, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের ষড়যন্ত্রে ফাঁসাতে ওরা হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে। ঠিক যেভাবে পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করে দুর্নীতির অভিযোগ করা হয়েছিল। খালেদা জিয়া বলেছিল, আমরা পদ্মা সেতু করতে পারব না। মানুষকে ওই সেতুতে উঠতে নিষেধ করে বলেছিলেন, সেতুতে উঠলে ভেঙে যাবে। শেখ হাসিনা সেই অসাধ্যকে সাধন করে দেখিয়েছেন। পরবর্তীতে আন্তর্জাতিক আদালতে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ দুর্নীতি করে না, দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। ওরা কোনো দিক থেকে কোনো সুবিধা করতে না পেরে জাতির পিতার কন্যার পরিবারকে জড়িয়ে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে মানসিক চাপে ফেলতে চাইবে বলে জেনেছি।
আওয়ামী লীগের এই নেতা বলেন, আমি একজন সন্তান যেভাবে কাছ থেকে তার মাকে আলিঙ্গন করে, আমার সৌভাগ্য জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে সেভাবে কাছ থেকে দেখেছি। হিমালয় ধসে যেতে পারে, কিন্ত শেখ হাসিনাকে কোনো ষড়যন্ত্র করেই টলানো যাবে না। শেখ হাসিনাকে মাথানত করাবে এমন শক্তি পৃথিবীতে নাই। কারণ তিনি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস এবং এই দেশের জণগনের ওপর আস্থা রাখেন। আর আল্লাহর রহমত ও মানুষের দোয়ার কারণে করোনা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরও তিনি বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে পেরেছেন।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, স্থানীয় কাউন্সিলর মতিউর রহমান মতি, সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল, কাউন্সিলর আনোয়ার হোসেন, কাউন্সিলর রুহুল আমিন, কাউন্সিলর ইফতেখার আলম খোকন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, যুবলীগ সভাপতি সাহাদাত হোসেন সাজনু, যুবলীগ নেতা জিল্লুর রহমান লিটন প্রমুখ।