Logo
Logo
×

সারাদেশ

আনসার আল ইসলাম সদস্যের ২ বছর কারাদণ্ড

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ১০:৫০ পিএম

আনসার আল ইসলাম সদস্যের ২ বছর কারাদণ্ড

দেশবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় লক্ষ্মীপুরে বায়জিদ বোস্তামি প্রকাশ বায়জিদ বিন মাসুদ নামে এক যুবককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিন হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম বৃহস্পতিবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মাসুদ সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের গঙ্গাশিবপুরের মাসুদ আলমের ছেলে। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সদস্য।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে মাসুদ নামে-বেনামে আইডি খুলে জঙ্গিসংক্রান্ত তথ্য আদান-প্রদান করতেন। দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

গত বছরের ১৯ এপ্রিল রাতে মাসুদকে তার বাড়ি থেকে র‌্যাব গ্রেফতার করে। পরদিন র‌্যাব-৩ এর নায়েক সুবেদার (ডিএডি) মনির উদ্দিন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। এতে মাসুদের নাম উল্লে­খসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম