Logo
Logo
×

সারাদেশ

তেলাপোকা মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

Icon

কুড়িগ্রাম ও ফুলবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ১০:১২ পিএম

তেলাপোকা মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে তেলাপোকা মারার ওষুধ খেয়ে ৩ বছরের শিশু মারা গেছে। খাবার মনে করে শিশুটি তেলাপোকা মারার ওষুধ খেয়ে ফেলে। তার হাতের মুঠোয় তেলাপোকা মারার ওষুধ পাওয়া যায়।

মঙ্গলবার বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম নিশান (৩)। সে ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে।

নিহতের নানি সাহিদা বেগম জানান, তেলাপোকা মারার জন্য বাজার থেকে ওষুধ নিয়ে আসে তার বাবা। শিশুটি খেলার ফাঁকে সবার অজান্তে ওই ওষুধ পান করে। কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলে। তার হাতে তেলাপোকা মারার ওষুধ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হোমায়ারা খাতুন জানান, শিশুটিকে নিয়ে আসার পথে মারা গেছে। তার মুখে গন্ধ ছিল।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম