তত্ত্বাবধায়ক সরকার পচে-গলে শেষ: ক্যাপ্টেন তাজুল
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া ও বাঞ্ছারামপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ০৯:৫৬ পিএম
![তত্ত্বাবধায়ক সরকার পচে-গলে শেষ: ক্যাপ্টেন তাজুল](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/11/14/image-740178-1699977373.jpg)
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম তাজ এমপি বলেছেন, বিএনপি নেতাকর্মীদের কারণেই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আস্থা হারিয়েছে জনসাধারণ। তত্ত্বাবধায়ক সরকার পচে গলে শেষ। দেশে পাকিস্তানি পন্থায় কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।
মঙ্গলবার বাঞ্ছারামপুর সদরে নবনির্মিত হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের উদ্বোধন উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ বিশিষ্ট আধুনিক নতুন ভবন ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫টি নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নব-নির্মিত ভবনের নির্মাণ ব্যয় হয়েছে ১২ কোটি টাকা এবং ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের মোট নির্মাণ ব্যয় হয়েছে ৩৩ কোটি ৫৬ লাখ ২২ হাজার টাকা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন উদ্বোধনের সময় দায়িত্বরত ডাক্তারদের এবি তাজুল ইসলাম তাজ এমপি বলেন, স্বাস্থ্যসেবার মান সঠিক ও জনসাধারণের সেবা দ্রুত দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করা যাচ্ছেন জনসাধারণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে। আপনারাই শেখ হাসিনার শক্তি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন- বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বর্মন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভুঁইয়া বকুল, বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, বাঞ্ছারামপুর পৌর যুবলীগের সভাপতি কামাল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, শিক্ষা প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মারুফ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ।