পদত্যাগ করলেন হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ১০:২৯ পিএম
জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে প্রার্থী হতে হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ ছাড়লেন গাজী মো. মাঈনুদ্দিন। সোমবার বিকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম। তিনি জানান, সংশ্লিষ্ট দপ্তরে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। সেটি গ্রহণ করলে কার্যকর হবে।
এ বিষয়ে সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন গাজী মো. মাঈনুদ্দিন।
এ সময় ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মির্জা শিউলি পারভিন মিলিসহ সব ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।