শাহজালাল (র.) মাজার জিয়ারতে নির্বাচনি প্রচারণা শুরু হবে: শমসের মবিন চৌধুরী
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ১০:৪৯ পিএম
তৃণমূল বিএনপির চেয়ারপারসন ও কূটনীতিক শমসের মবিন চৌধুরী বলেছেন, তৃণমূল বিএনপি নির্বাচনমুখী দল। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। ৩০০ আসনে প্রার্থী দেব। আমি সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমরা নির্বাচনি প্রচারণা শুরু করব।
তিনি রোববার সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর দক্ষিণভাগে তার নিজ বাসভবনে বিয়ানীবাজার মৎস্যজীবী সমিতির সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী মানিক মিয়া, তৃণমূল বিএনপির সিলেট জেলা শাখার আহ্বায়ক এমএ হান্নান, গোলাপগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ছানা মিয়া প্রমুখ।
এর আগে তিনি ভাদেশ্বর মোকামবাজারে শহ পুতলা জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন। এরপর মুসল্লিদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন।
শমসের মবিন চৌধুরী বলেন, আমার রাজনীতি মানুষের কল্যাণের জন্য। আমি তৃণমূলের মানুষকে ভালোবাসি। তাদের সুখ-দুঃখের সারথি হয়ে পাশে থাকব।