উল্লাপাড়ায় স্ত্রীর দায়ের কোপে স্বামী নিহত
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৯:৫৫ পিএম
![উল্লাপাড়ায় স্ত্রীর দায়ের কোপে স্বামী নিহত](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/11/11/image-739126-1699718123.jpg)
প্রথম স্ত্রীর দায়ের কোপে মারা গেলেন সাইফুল ইসলাম মন্ডল (৫২) নামে এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের মন্ডলজানি গ্রামে শুক্রবার রাতে। পুলিশ ঘাতক নাসিমা খাতুন ও তার মেয়ে স্বপ্না খাতুনকে আটক করেছে।
জানা যায়, সাইফুল ইসলাম ৫ দিন আগে দ্বিতীয় বিয়ে করেন। এরপর সংসারে শুরু হয় অশান্তি। শুক্রবার রাতে নাসিমার সঙ্গে সাইফুলের ঝগড়া হয়। একপর্যায়ে নাসিমা সাইফুলের মাথায় দা দিয়ে কোপ দেয়। গুরুতর আহত সাইফুলকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তিনি মারা যান।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাইফুলের প্রথম স্ত্রী নাসিমা খাতুন এবং তার মেয়ে স্বপ্না খাতুনকে আটক করা হয়েছে।