Logo
Logo
×

সারাদেশ

ফেনী সরকারি কলেজ

গাড়িচাপায় ছাত্রলীগ নেত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৯:৪৯ পিএম

গাড়িচাপায় ছাত্রলীগ নেত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ

ফেনী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা রাত্রিকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে রাত্রি নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ অভিযোগ তোলেন। তবে এতে কে বা কারা তাকে হত্যা করতে চেয়েছে তদন্তের স্বার্থে তা লেখেননি বলে জানিয়েছেন।

পোস্টে তিনি উল্লেখ করেছেন-মিথ্যা অপবাদ দিয়ে, এডিট করা ছবি দিয়ে যখন আমাকে দমানো যায়নি, আমি যখন তাদের অন্যায় আবদারের সঙ্গে আপস করিনি, ঠিক তখনই আমাকে গাড়িচাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়। আমার অপরাধ আমি একটা মেয়ে, আর একটা মেয়েকে নিজাম উদ্দিন হাজারী এমপি কেন নেতৃত্বে নিয়ে আসলো।

সূত্র জানায়, বুধবার টমটমে করে বাসায় যাচ্ছিলেন রাত্রি। পথে শহিদ শহীদুল্লাহ কায়সার সড়কে পেছন থেকে একটি গাড়ি তার টমটমকে ধাক্কা দেয়। এতে তিনি মারাÍকভাবে আহত হন। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও বিস্তারিত জানা যাবে সিটি স্ক্যান ও এক্সরে প্রতিবেদন পাওয়ার পর।

ফেনী মডেল থানার ওসি মাহফুজুর রহমান জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। আমাদের কাছে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

রাত্রি জানায়, তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিকার চেয়ে চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। মামলাটি বর্তমানে সিআইডির তদন্তে রয়েছে। তদন্তে ব্যাঘাত সৃষ্টির জন্য তাকে হত্যার চেষ্টা হয়েছে।

ফেনী জেলা আওয়ামী লীগের সিনিয়র ও তরুণ নেতাদের অভিযোগ, জেলাজুড়ে মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে উঠান বৈঠক করে নারী নেতৃত্বের সাড়া জাগিয়েছে। ঠিক সে সময় কিছু ফেসবুক অ্যাকাউন্টে রাত্রিকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ছবি পোস্ট করা হয়। এতে করে জেলার মহিলা আওয়ামী লীগের নেতৃত্বকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম