Logo
Logo
×

সারাদেশ

‘ন্যায়সঙ্গত দাবি আদায়ে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা’

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৬:১৩ পিএম

‘ন্যায়সঙ্গত দাবি আদায়ে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা’

পোশাক শ্রমিকরা ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছেন উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, সরকার পোশাক শ্রমিকদের নেতা ও মালিকদের সঙ্গে কয়েকদিন আগে বৈঠক করে তাদের বর্তমান বেতনের চেয়ে ৫৮ শতাংশ বৃদ্ধি করেছে। আমি জানি না এ বেতন যথেষ্ট কিনা। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে পোশাক শ্রমিকরা পরিশ্রম করেন। তারা অব্যশই ন্যায্য মজুরি পাবেন এটাই স্বাভাবিক।

শনিবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পোশাক শ্রমিকদের এ আন্দোলনকে কেউ যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করে সেদিকে সর্তক থাকতে হবে। কারণ তারা ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছেন। তারা মালিকের সঙ্গে কথা বলবেন, সরকারের সঙ্গে কথা বলবেন, কিন্তু মাঝখান থেকে যদি কোনো রাজনৈতিক লোক ঢুকে এটাকে আগুন দিয়ে বাড়ানোর চেষ্টা করে এটা কোনোভাবেই কাম্য নয়।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, পরিস্থিতি যাই হোক নির্বাচন সুষ্ঠু হবে। আর সেই নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকেই ভোট দেবে৷ কারণ গ্রামের মানুষ চায় উন্নয়ন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই উন্নয়ন করে যাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, পাগলা সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হেকিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, সাবেক চেয়ারম্যান নূরুল হক প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম